জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। শনিবার সকালে ঝাড়ু কোদাল হাতে নিয়ে শহরের বাবুপাড়া এলাকায় করলা নদীর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েন তিনি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালন করা হয় সেবা পক্ষ। জলপাইগুড়ি শহরে ঝাড়ু কোদাল হাতে সাফাই অভিযানে নামলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কর্মীরা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রতি বছর সেবা পক্ষ পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। শনিবার দুর্যোগ আবহাওয়ার মধ্যেই সাফাই অভিমানে নামেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার। বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে এদিন জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় সাফাই অভিযান চালান সাংসদ জয়ন্তকুমার। সাংসদ বলেন, শহরের নোংরা আবর্জনা ভাল করে সাফ করা হচ্ছে না। এজন্য আমরা আজ এই এলাকা সাফাই করলাম।












Leave a Reply