নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাজ্য সড়কের উপর হু হু করে বইছে জল, আর যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন মেজিয়া ছাতনা রাজ্য সড়ক। মেজিয়া ছাতনা রাজ্য সড়কের মেজিয়ার মাতাবেলের উপর রয়েছে এক কজওয়ে। মে কজওয়ের উপর গতকাল থেকেই বিপদসসীমার উপর জল বইতে থাকায় সেই কজওয়ে আজ জলের তলায়। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় ডিভিসির পণ্যবাহী রেল লাইনের উপর দিয়েই বিপদজনকভাবে যাতায়াত শুরু করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ প্রতি বর্ষায় তাদের বাড়ে যাতায়াত যন্ত্রণা। নিচু কজওয়ের কারণে প্রতি বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই রাজ্য সড়ক। তবুও কয়েক দশক ধরে সেতু নির্মাণে উদ্যোগী হয়নি প্রশাসন। বারংবার শুধুমাত্র সেতুর পরীক্ষা-নিরীক্ষাতেই সীমাবদ্ধ রয়েছে সরকারি উদ্যোগ। সরকারের উদাসীনতার অভিযোগ তুলছেন সকলেই।
কজওয়ের উপর বইছে জল, যোগাযোগ বিচ্ছিন্ন মেজিয়া- ছাতনা রাজ্য সড়ক।

Leave a Reply