মালদহ, নিজস্ব সংবাদদাতা:- শৈশব বেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের মাধ্যমে শুরু হয় হাতে কলমে পড়াশুনা। আর সেই বর্ণপরিচয় কে এবছর দুর্গাপূজার মাধ্যমে বর্ন চেনাতে বিশেষ চমক দিয়েছে “মালদা ইউনাইটেড ইয়ংস ক্লাব” এ বছর এই ক্লাবের ৭৪ তম বর্ষে পা রাখল। তবে প্রত্যেক বছর এই ক্লাব মালদা জেলাবাসীকে বিশেষ কিছু নতুনত্ব চমকের মাধ্যমে তুলে ধরেন। এবছর পূজোর প্যান্ডেল অ-আ-ক-খ থেকে শুরু করে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ও ছড়ার মাধ্যমে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যার একমাত্র কারণ বাংলা সঠিকভাবে না জানা এবং ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরায় বিশেষ লক্ষ্য।
পুজো উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, আগামী দিনে যাতে বর্ণ মানুষের মধ্যে হারিয়ে না যায় এবং বাংলা ভাষাকে ভুলে না যায়।
সহজ পাঠের মাধ্যমে বর্ণপরিচয় করাতে মালদহে ষষ্ঠীর সন্ধ্যায় বিশেষ চমক।

Leave a Reply