আজ ১ লা নভেম্বর,১৯৫৬ সালে এই দিনে মানভূম জেলার ১৬ টি থানা নিয়ে পুরুলিয়া জেলা গঠিত হয় এবং বিহার থেকে পশ্চিম বঙ্গে অন্তর্ভুক্ত হয়।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ১ লা নভেম্বর,১৯৫৬ সালে এই দিনে মানভূম জেলার ১৬ টি থানা নিয়ে পুরুলিয়া জেলা গঠিত হয়,এবং বিহার থেকে পশ্চিম বঙ্গে অন্তর্ভুক্ত হয়।স্বাধীনতার আগে ইংরেজ দের সঙ্গে এবং পারে বিহার সরকার এর সাথে এক আপোষহীন সংগ্রাম এর মধ্য দিয়ে এই বাংলা ভাষী মানুষদের দাবী কে যারা সফল করে ছিলেন সেই সকল সংগ্রামী নেতা দের আজ স্মরন করছি,তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি,।বিশেষ করে বিভূতিভূষণ দাসগুপ্ত,অতুল চদ্র ঘোষ,লাবন্যপ্রভা দেবী, ভজহরি মাহাতো,মধুসূদন মাহাতো,অরুণ কুমার ঘোষ, সত্যকিংকর মাহাতো, সহ আরো বহু সংগ্রামী নেতৃবৃন্দ সকল কে আমরা শ্রদ্ধাপূর্ণ সত কোটি প্রণাম জানাচ্ছি,তার সাথে সাথে লোক সেবক সংঘর সকল সংগ্রামী সাথী বৃন্দ কে সংগ্রামী অভিনন্দন, শ্রদ্ধাপূর্ণ সত কোটি প্রণাম জানাচ্ছি।
আজকের তারকেশ্বর এর নিকটে বল্লভিপুর এ,জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস, আজকের পুরুলিয়ার ১ লা নভেম্বর ১৯৫৬, পশ্চিম বঙ্গের অন্তর্ভুক্ত বিষয়ে বক্তব্য রাখেন।
এই সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ জনতা দল এর হুগলী জেলা কমিটির সিবু পদ পাঁজা,তারকেশ্বর বিধানসভা কমিটির ঋষি ঘোষাল, লব অধিকারী,বিশ্বনাথ পুরকাইত সহ জয়প্রকাশ জনতা দল এর মহিলা শাখার নেত্রীবৃন্দ।
এছাড়াও পুরুলিয়া জেলার বলরামপুর বিধানসভা কেন্দ্র র কাঁটাডিহি তে জয়প্রকাশ জনতা দল পুরুলিয়া জেলা কমিটি,এই দিন টি পালন করে,উপস্থিত ছিলেন, জয়প্রকাশ জনতা দল এর রাজ্য সম্পাদক সুনীল মাহাতো,জেলা কমিটির অন্যান্য নেত্রী বৃন্দ,।
জয়প্রকাশ জনতা দল,অল ইন্ডিয়া জে পি সমাজবাদী মঞ্চ র রাজ্য কমিটির পক্ষ থেকে দিবাকর দত্ত,শ্যামল মাহাতো,সুনীল মাহাতো,উত্তম কুমার নন্দী,মানিক দাস, সত্যনারায়ণ পান্ডে,দ্বারা প্রচারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *