নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা শনিবার সন্ধ্যায় ফালাকাটা ট্রাফিক মোড়ে এসে পৌছালো। এদিন ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় এক পথসভা করা হয়। ওই পথসভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদীকা মীনাক্ষী মুখার্জি। এদিকে ফালাকাটা পথসভর পর বীরপাড়ার উদ্দেশ্যে রওনা দেয় ওই ইনসাফ যাত্রা।
ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা শনিবার সন্ধ্যায় ফালাকাটা ট্রাফিক মোড়ে এসে পৌছালো।

Leave a Reply