রাজ্য জুডো প্রতিযোগিতায় সোনার মেডেল পেয়ে তাক লাগালো রামনগরের সুমি, গর্বিত এলাকাবাসী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সুমি সার রাজ্য জুডো প্রতিযোগিতায় সোনার মেডেল পেয়ে তাক লাগালো সকলকে। এযেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। রামনগর থেকে রাজ্য জয়ের কাহিনী। রামনগর গার্লস এর দশম শ্রেণীর ছাত্রীর এই সাফল্যে খুশি রামনগর বাসি সহ জেলা বাসি।
জেলার গর্ব সুমি, অনামিকা, ঐন্দ্রিলা, সৌম্যদীপ ,নন্দিনীরা। সম্প্রতি রাজ্য স্তরে তেইশ চব্বিস বর্ষে খেলো ইন্ডিয়া ও সাব জুনিয়ার জুডো মহিলা ও পুরুষ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনা আগরপাড়া মহাজাতি বিদ্যালয়। সেখানে প্রায় ২২ টি রাজ্যের ১০০ প্রতিনিধি উপস্থিত ছিল। এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল সুমি অনামিকা ঐন্দ্রিলা ও সৌম্যদীপরা। প্রত্যেকেই এখন জেলার গর্ব। সেই সঙ্গে এদেরকে নিয়ে ইতিমধ্যে গর্ব করতেন শুরু করেছেন রামনগরের বাসিন্দারা। জেলার মুখ উজ্জ্বল করায় কার্যত খুশি জেলা বাসী। রামনগরের বাসিন্দা সুমি সার ৭০ কেজির নিচে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় সোনা জিতে জেলার সোনার মেয়ে হিসেবে খ্যাতি লাভ করেছে এবং সেই সঙ্গে জাতীয় স্তরে খেলার কৃতিত্ব অর্জন করেছে।
অপরদিকে অনামিকা খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় রুপো জয় লাভ করে। রামনগরের বাসিন্দা বিশ্বজিৎ আচার্যের মেয়ে ঐন্দ্রিলা খেলো ইন্ডিয়ায় সিনিয়ার ক্যাটাগরি ৬৩ কেজির নিচে বিভাগে রূপো সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় ৫৭ কেজির উপরে রুপো জয় লাভ করে। , যা নিয়ে কার্যত খুশি বিশ্বজিৎ বাবু। অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার অন্তর্গত পদিমা গ্রামের বাসিন্দা সৌম্যদীপ জানা ৫০ কেজির নিচে দুই বিভাগে রুপো জয়লাভ করে। অপরদিকে নন্দিনী সাউ ৫২ কেজির নিচে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। যা নিয়ে কার্যত খুশি রামনগর জুডো ক্লাবের প্রশিক্ষক অজয় নন্দী।
রামনগরের সোনার মেয়ের সাফল্যে খুশি তার পরিবার। গর্বিত মা বললেন মেয়েকে আমরা সব সময় সাপোর্ট করি। সে তার স্বপ্ন ছুঁতে পেরেছে এটাই আমাদের কাছে বড় পাওয়া।
রামনগরের সুমির সাফল্যে খুশি মন্ত্রী থেকে ব্লকের প্রতিনিধিরাও। রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জানালেন শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *