উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শিক্ষার আলো ছড়িয়ে দিতে অভিনব প্রয়াস গ্রহণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাউন্সিলিং পর্ব শুরু হল পাঞ্জারীপাড়ায়। রবিবার বিকেল 4টায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জারীপাড়ায় বেজানুর মডেল স্কুলের উদ্যোগে এই কাউন্সেলিং পর্ব শুরু হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ রাসনাউল আলম, শিক্ষাবিদ খাদেমুল ইসলাম সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদরা। শিলিগুড়ি থেকে বহরমপুর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাউন্সিলিং চলতে থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কেন্দ্রীয় সরকারের অটল টিংকেরিং ল্যাবে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজেক্ট প্রদর্শন করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী ছাত্র-ছাত্রীরা দর্শকদের তাক লাগিয়ে দেয় এই দিন। উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *