জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে শীতকালীন সবজি চাষ হয়।আর সেই সবজি এখন মেহেতু বাইরের থেকে আনতে হয় তাই দাম কিছুটা হলেও বেশি।লাল শাক থেকে পালং, বাঁধা থেকে ফুল কপি সবটার ই দাম একটু বেশি।তবে বিক্রেতারা এই বছর আশা করছেন পুরো ভাবে সবজি আমদানি শুরু হলেই দামে ঘাটতি হবে। পাওয়া যাবে অনেক টাই কম দামে।তবে এক সবজি বিক্রেতা বলেন এই বছর দামে দামে এনেই সবজি বিক্রি করতে হচ্ছে। কারণ গাড়ি ভাড়া থেকে লেবার খরচ সবটাই বেশি। কিন্তু আমদানি শাক সবজি ও দামে যথেষ্ট।তাই বাধ্য হয়ে লাভ না রেখেও দামে দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। কারণ রেখে দিলেই নষ্ট হয়। মূলধন নষ্ট হয়।
আসা শুরু হয়েছে শীতকালের শাক সবজি, তবে পুজোর শেষে ফাঁকাই সবজি বাজার।

Leave a Reply