টুকরি ভরে কাব্য নিয়ে চলেছি, বড্ড ভারী, তাই কোমরে করে বইছি,
কেউ পছন্দ করে নেবে কিনা জানা নেই-
যাচ্ছি গো চলে, আমার এখন সময় নেই- ওই যে ওইখানেতে মেলা, পারলে এসো-
ওখানে বসবো পসরা সাজিয়ে, হয়তো কেউ দু’একটা নেবে।
এখানে কোন সোহাগের কাব্য নেইগো- সোহাগ এখন বড্ড পাশবিক, প্রেমমাধুরী নেই শুধুই দেহজ।
সাধারণ মানুষের কাব্য চাই, থাকবে সোঁদা গন্ধ-
জগৎ সম্পর্কে কৌতুহল- দেখি জীবনের জলছবিতে খুঁজে পাই কিনা।
Leave a Reply