নিজস্ব সংবাদদাতা, মালদা:- মাথায় হাত আলু চাষীদের অকাল বৃষ্টি জেরে নাজে হাল কৃষকেরা। অগ্ৰহায়ণে অকাল বৃষ্টির ফলে মাথায় হাত মালদহের আলু চাষীদের। টানা একদিনের হালকা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুরাতন মালদা ব্লকের ভাবুক এবং মহিষবাথানি এই দুটি অঞ্চলে কয়েক হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়ে থাকে। এই মুহূর্তে ধান জমি থেকে তোলার কাজ শেষ হয়েছে, আলুর বীজ বপন করার সময় তবে অকাল বৃষ্টির ফলে ঘুম কেড়েছে কৃষকদের। মাথায় হাত, কারণ ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে বিঘার পর বিঘা জমিতে আলু চাষ করেছেন পুরাতন মালদার আলু চাষীরা। অকাল বৃষ্টির ফলে অধিকাংশ আলুর বীজ মাটিতে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কুরে কুরে খাচ্ছে কৃষকদের মনে।
যদিও কৃষকদের একাংশের দাবী, এখনো পর্যন্ত কৃষি দপ্তর বা প্রশাসন থেকে কেউ আসেননি। কারণ ব্যাংক থেকে লোন নিয়ে আলু চাষ করেছি আর এখন যদি পৌঁছে নষ্ট হয়ে যায় তাহলে লোন শোধ করব কিভাবে। আমাদের সরকারের কাছে আর্জি ব্যাংকের লোন যেন মুকুব করা হয়।
মাথায় হাত আলু চাষীদের অকাল বৃষ্টি জেরে নাজে হাল কৃষকেরা।

Leave a Reply