আজও বেঁচে আছে মানবিকতা কিন্তু অভাব অনটন দারিদ্রতার কারণে পরাজয়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ থেকে প্রায় বছর দুয়েক আগের কথা মায়ের কোল থেকে তিন দিনের হনুমানের শ্রাবক কোল থেকে পড়ে যায় মাটিতে। আহত অবস্থায় ছটফট করতে থাকে শ্রাবকটি। এমত অবস্থায় শান্তিপুর সূত্রাগড় এলাকায় জলের ট্যাংকের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন শান্তিপুর পৌরসভার ২২ নাম্বার ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা খোকন কারিগর সঙ্গে ছিলেন স্ত্রী সহ দুই সন্তান। তখন তাদের নজরে আসে হনুমানের শাবকটি মাটিতে পড়ে ছটফট করছে। তখন কোন উপায় না পেয়ে শাবকটিকে বাড়িতে নিয়ে এসে নিজের সন্তানের মতো ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করেন। খোকন কারিগর পেশায় একজন তাঁত শ্রমিক । পরিবারে রোজগেরে বলতে তিনি একাই। “খোকন বাবু জানেন কোন পশু পাখি বাড়িতে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ” কিন্তু আজও যে মানুষের মধ্যে বেঁচে রয়েছে মানবিকতা তারই জ্বলন্ত উদাহরণ । দীর্ঘ প্রায় দু বছর ধরে নিজের সন্তানের মত লালন পালনের পাশাপাশি চিকিৎসা করিয়ে চলেছেন। ধীরে ধীরে হনুমানের শ্রাবকটি বড় হলেও সেভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি আজও। বর্তমান আর্থিক অনটনের কারণে সেভাবে চিকিৎসা করাতে পারছেন না তাই বাধ্য হয়ে খবর দেন বনদপ্তরে । অবশেষে বনদপ্তরের কর্মীরা এসে হনুমানটিকে নিয়ে যায়। কিন্তু তিনদিনের এই শ্রাবকটিকে নিজের সন্তানের মত হাতে গড়ে বড়ো করে বনদপ্তরের হাতে তুলে দেওয়ায় পরিবারের পাশাপাশি প্রতিবেশীদেরও মন ভারাক্রান্ত ।

“তাও তারা চান হনুমান টি তারাতারি সুস্থ হয়ে উঠুক “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *