নিজস্ব সংবাদদাতা, মালদা:- শীতের সকালে হঠাৎ কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিক। তখন গ্রামের বাসিন্দাদের অনেকেই ঘুম থেকে ওঠেনি। শুরু হয়ে যায় চারদিকে চিৎকার চেঁচামেচি। গ্রামের বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখেন পার্শ্ববর্তী পুরোনো প্লাস্টিক কারখানায় দাও দাও করে জ্বলছে আগুন। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। প্রথমে গ্রামের বাসিন্দারায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বিশাল বড় প্লাস্টিক কারখানার কোন দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনবেন বুঝতে পারছিলেন না স্থানীয়রা। কারখানার চারদিকেই মজুত পুরনো প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী। যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। স্থানীয়রা দ্রুত খবর দেন দমকলে। মালদা থেকে দুটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
মালদহের কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার ঘটনা। সুজাপুর ও ডাঙ্গা গ্রাম জুড়ে জাতীয় সড়কের ধারে একাধিক পুরনো প্লাস্টিকের কারখানা রয়েছে। এদিন সকালে তখনো কারখানার শ্রমিকেরা কাজে আসেননি। ঠিক সেই সময়ই আগুন ধরে। সকাল বেলা ওই কারখানার শ্রমিকেরা কাজে আসতেই দেখেন আগুন জ্বলছে। তবে কিভাবে আগুন লাগল কোথা থেকে আগুন লাগল তাই এখনো জানা যায়নি। স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। কারখানার কয়েক লক্ষ টাকার পুরনো প্লাস্টিকের সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে। দ্রুত স্থানীয় বাসিন্দাদের নজরে আশায় একটি কারখানাতেই আগুন সীমাবদ্ধ থেকে যায়। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে। এমনকি বসতিও রয়েছে। সঠিক সময়ে স্থানীয়দের নজরে না আসলে হয়তো আরও আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেতো। তবে দিন দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্লাস্টিক কারখানায় দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply