আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ১৭ ই ডিসেম্বর রবিবার বিদ্যাসাগর মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ইন্দাসে। । এদিন রাজখামার হাইস্কুলে মেধা পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। এদিন ২৯ বিদ্যালয়ের মোট ৪৫৪ জন ছাত্র ছাত্রী রাজখামার হাইস্কুলে পরীক্ষা দেয়। এছাড়াও ইন্দাসের বিভিন্ন এলাকায় বিদ্যাসাগর মেধা অন্বেষণ পরীক্ষা হয়।পরীক্ষার শুরুর আগে প্রত্যকে ছাত্র ছাত্রীদের কপালে চন্দনের ফোঁটা,ফুল ও একটি কলম দিয়ে বরণ করে নেওয়া হয় ্ এই ধরনের পরীক্ষা হওয়ায় অভিভাবক ও ছাত্রছাত্রীরা খুবই খুশি।
কপালে চন্দনের ফোঁটা,ফুল কলম দিয়ে বরণ করে নেওয়া হল আগত পরীক্ষার্থীদের।

Leave a Reply