পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার পথে নেমে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেকোথাও করা হচ্ছে প্রতিবাদ মিছিল, আমার কোথাও করা হচ্ছে ধিক্কার মিছিল। সেই মতো শনিবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি মানুষকে প্রতিদিন দিয়েছিলেন যে তাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বছরে দু কোটি ছেলে চাকরি হবে এবং যে কালো টাকা তার দেশে ফিরবে ও প্রত্যেক মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি। পাশাপাশি দেশের সুরক্ষা ব্যবস্থার ওপর নজর দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরে আমাদের বীর জওয়ানদের প্রতি পাকিস্তানি সৈন্যদের অত্যাচার। কিন্তু মোদি সরকার এখন চুপ। পাশাপাশি বাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই জারি রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে এই কেন্দ্রের মোদি সরকার। আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী জানিয়েচ্ছিলেন যে এই সমস্যাগুলির সমাধান হবে কিন্তু তার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *