নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মোদির গ্যারান্টির কোনও ভরসা নেই।’ শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনিতে দাঁড়িয়ে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘আমি আপনাদের ঘরের লোক। ডাকলেই পাবেন। না ডাকলেও পাবেন।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপি পাঁচটা চা বাগান খুলবে বলেছিল দু’টোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯ টা চা বাগান খুলেছে।’ এদিন সিএএ নিয়ে বিজেপির শীর্ষনেতাদের বিতর্কসভায় আহ্বান জানালেন মমতা। বললেন, ‘মুখোমুখি এসে বসো দেখি! কে মিথ্যা কথা বলছে সেটা জনতা বিচার করবে।’
মোদির গ্যারান্টির কোনও ভরসা নেই, শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনিতে দাঁড়িয়ে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply