পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ষষ্ঠম নির্বাচনে ফের খবরে শিরোনামে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা,গড়বেতার মঙ্গলাপোতা এলাকায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রনত টুডুর উপর হামলা,মাথা ফাটলো দেহরক্ষির, বিজেপির অভিযোগ মঙ্গলাপোতা এলাকার ২০০ নম্বর বুথে ভোট পরিদর্শন করতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক স্লোগান দিতে থাকে, সেই সময় বিজেপি প্রার্থী তাদের সাথে কথা বলতে গেলে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, শুরু হয় ঢিল ছোড়া ছড়ি, ঘটনায় প্রার্থীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি মাথা ফাটলো দেহরক্ষির।
গড়বেতার মঙ্গলাপোতাতে বিজেপি প্রার্থী প্রনত টুডুর উপর হামলা, মাথা ফাটলো দেহরক্ষীর।
