পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার ষষ্ঠম দফার নির্বাচনের পর এই দিন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব, এছাড়াও সাথে ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিউলি সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতা কর্মীরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেতার পক্ষে সম্পূর্ণ আশাবাদী বলে জানিয়েছেন প্রার্থী দীপক অধিকারী, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এবারে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কেশপুরে, পাশাপাশি একই সুর শোনা গেল বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেতার ব্যপারে সম্পূর্ণ আশাবাদী বলে জানলেন প্রার্থী দীপক অধিকারী।
