তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে বিজেপি প্রার্থীকে জালি তৃণমূল বলে আক্রমণ করলেন বাঁকুড়ার সাংসদ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে বিজেপি প্রার্থীকে জালি তৃণমূল বলে আক্রমণ করলেন বাঁকুড়ার সাংসদ। পাল্টা ‘তাদের দল জালিই বলে’ তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী।

ভোট প্রচারে এসে কর্মী সভার বৈঠকে বিজেপি প্রার্থীকে জালি তৃণমূল বলে আক্রমণ তৃণমূল সাংসদের। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে প্রার্থীর সমর্থনে ব্রজরাজপুরে কর্মী বৈঠকে যোগ দেন বাঁকুড়ার সাংসদ তৃণমূলের অরূপ চক্রবর্তী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সিমলাপালের ফাল্গুনী সিংহবাবু। বিজেপি প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী।
অনন্যা বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর রয়েছেন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েই তালডাংরা বিধানসভার টিকিট পান। অনন্যা বাঁকুড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিল ছিলেন। গত পৌরসভা নির্বাচনে টিকিট না পেয়ে নির্দলের হয়ে ভোটে লড়ে জয়ী হন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েই বর্তমানে ওই দলের তালডাংরার প্রার্থী। ভোট প্রচারে এসে বিজেপির ওই প্রার্থীকেই জালি তৃণমূল বলে আক্রমণ করলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। অরূপ বলেন, বিজেপি প্রার্থীর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায়নি, ও তো জালি তৃণমূল। বিজেপির লোক ভাবছে আসল তৃণমূল, না জালি তৃণমূলকে ভোট দেবেন। মানুষ ওকে পছন্দ করবে না।
সাংসদের ওই আক্রমণের জবাব দেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তিনি জানান, তৃণমূল প্রার্থীও সিপিএম ঘরানার ছিলেন। তাছাড়াও সাংসদ ঠিকই বলেছেন, তাঁদের দল জালিই, তাই ছেড়ে এসেছি। তৃণমূল নেতা জানেননি, আমি তৃণমূল থেকে বিজেপিতে আসিনি। নির্দল থেকে বিজেপিতে যোগ দিয়েছি