আবাস যোজনার বাড়ি রেজিস্ট্রেশনের নামে সাইবার প্রতারণার অভিযোগ উঠল তমলুকে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবাস যোজনার বাড়ি রেজিস্ট্রেশনের নামে সাইবার প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। জানা গেছে এইক্ষেত্রে বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে প্রতারকেরা প্রায় ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,তমলুক থানার অন্তর্গত পূর্বনখা গ্রামের বাসিন্দা গৌরীশংকর রাউত। গত নভেম্বর মাসের ১৮ তারিখ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। এবং উপভোক্তার ফোনে পাঠানো ওটিপি শেয়ার করতে বলা হয়। আর প্রতারকদের সেই কথামতো একেবারেই সরল বিশ্বাসে ফোনে আসা ওটিপি নাম্বার সহ যাবতীয় তথ্য তৎক্ষণাৎ শেয়ার করে দেন গৌরীশংকর। আর এই ঘটনার কিছু সময়ের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার ৯৯৯ টাকা গায়েব হয়ে যায়। এমন অবস্থায় তমলুক থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত ওই ব্যক্তি। গৌরীশংকর রাউতের দাবি, প্রশাসনের কাছে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য অনেক আগেই আবেদন জানিয়েছিলাম। এমন অবস্থায় আচমকা বি ডি ও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে অভিযুক্তরা আমার পুরনো বাড়িটি ভেঙে নতুন বাড়ি করা হবে কিনা জানতে চায়। আর তাদের কথায় সরল বিশ্বাসে ওটিপি শেয়ার করতেই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ২৬ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এমনটাই আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *