নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার গ্রাম ছেড়ে এক্কেবারে শহরে। সাত সকালে দুটি দলছুট হাতি দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের অন্যতম পৌর শহর ফালাকাটার অলিগলিতে। যার জেরে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল এই এলাকায়৷ বৃহস্পতিবার সাত সকালে ঘুম থেকে উঠে গজরাজকে দেখে বাসিন্দাদের কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হাল। এই হাতি শহরে কোথা থেকে এলো তা নিয়ে এখন শহরের চলছে জোড় আলোচনা। জানা গিয়েছে, প্রথমে ফালাকাটার গার্লস হাই স্কুলের দেওয়াল ভেঙে দেয়। ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে। এরপর সেখান থেকে সুভাষপল্লী ঘুরে বেড়ায় ওই দুটি হাতি। এদিকে হাতির আতঙ্কে ছুটি হয়ে গিয়েছে সকালে চলা ফালাকাটা নম্বর টু এস পি প্রাথমিক বিদ্যালয়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ। বর্তমানে ওই হাতি দুটি ফালাকাটার সুভাষপল্লী এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রয়েছে। ওই হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনকর্মীরা। বনকর্তাদের অনুমান, প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দু’টি জঙ্গল থেকে ফালাকাটা শহরে ঢুকে পড়ে।এদিকে প্রশাসনের তরফে এলাকার মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
সাত সকালে দুটি দলছুট হাতি দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের অন্যতম পৌর শহর ফালাকাটার অলিগলিতে।

Leave a Reply