নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-আমরা ক’জনের পরিচালনায় বালুরঘাটের সাহেব কাছারী এলাকায় নরনারায়ণসেবা মহোৎসব পালন। নর নারায়ণ সেবার ষষ্ঠতম বর্ষে এদিন প্রায় হাজার পাঁচেক দরিদ্র মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বালুরঘাটের একটি অনাথ আশ্রমের শিশুদের গাড়ি করে এনে খাওয়ানো হয় বলে জানান নরনারায়ন সেবার উদ্যোক্তা গৌতম সাহা।
Leave a Reply