পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি পান চাষ হয়। গুজরাট, বা আমেদাবাদআর পান রপ্তানি করার জন্য মূল সড়ক পথ রেল। গত পাঁচ বছর আগে করনা পর মেচেদায় দাঁড়ানো বন্ধ করে দিয়েছিল ১২৮৩৪ হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস এবং১৮০১১ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। দীর্ঘদিন ধরে পান চাষীরা রেল দপ্তরের ডেপুটেশন এবং বিভিন্ন দপ্তরে ঘুরায় পরে সুফল মিলেছে আজ। আজ গভীর রাতে খড়গপুর শাখার DRM কে আর চৌধুরী নেতৃত্বে এবং হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের উপস্থিতিতে এবং পানচাষীদের নিয়ে সবুজ পতাকা নড়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে আজ। আজ থেকে এই দুটি ট্রেন মেচেদা রেল স্টেশনে দাঁড়াবেন। আরে এতে উপকৃত হবে কয়েক লক্ষ পঞ্চাশী। রেল আধিকারিকদের ও শুভেচ্ছা জানান পান চাষিরা।
পানচাষীদের দাবি মেনে দীর্ঘ পাঁচ বছর পর আজ থেকে মেচেদাই দাঁড়ালো হাওড়া আমেদাবাদ এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষী এবং যাচ্ছিরা।

Leave a Reply