নিজস্ব সংবাদদাতা, মালদা :- প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি, অপরাধীদের ফাঁসির দাবি রাখছি। আমরা কেউ নিরাপদ নই জানালেন এলাকার মহিলারা। নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে শনিবার রাত্রে দেখা করতে গিয়ে এলাকার মহিলারা একত্রিত হয় সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। পাশাপাশি এই রাজ্য নেতৃত্বকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। রবিবার দুলাল সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আর এই স্মরণসভায় যোগ দিতে শনিবার রাত্রে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি। সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরেন। এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার জানান, পরিবার পরিবারের কথা বলছে পুলিশ আছে প্রশাসন আছে বিষয়টি নিয়ে তদন্ত করছে। সঠিক তদন্ত হবে আমরা পরিবারের পাশে আছি এই কারণে আজকে এসেছিলাম।
এদিকে প্রয়াত জননেতা দুলাল সরকারকে যারা ষড়যন্ত্র করে নিশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী তোলে মালদা জেলা, নাগরিক কমিটির পক্ষ থেকে মহানন্দা পল্লী থেকে হাতে প্লে কার্ড সহকারে মহিলারা মিছিল করেন। শয়ে শয়ে মহিলা অংশ নেন মিছিলে।
Leave a Reply