দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট হাসপাতালে মৌমাছির চাক সরানো হলো । বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘদিন ধরে থাকা মৌমাছির চাক কেটে ফেলা হলো। সম্প্রতি এক চিল পাখির আক্রমণে চাক থেকে মৌমাছিরা ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ চাকটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের সুপার জানান, রোগীদের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বালুরঘাট হাসপাতালে মৌমাছির চাক সরানো হলো ।

Leave a Reply