পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড নিয়ে প্রতিবাদ শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি, মঙ্গলবার স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবিতে এবং ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সচেতন নাগরিক সমাজের ডাকে মেদিনীপুরের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়,যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত একাধিক নেতৃত্ব, এদিন হাতে স্বাধীনতা পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ, এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন গত সোমবারের মধ্যে ডাক্তারদের সাসপেন্ড প্রত্যাহার করতে বলা হয়েছিল কিন্তু রাজ্য সরকার করেনি,তাই ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ,তাই জাতীয় পতাকা হাতে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছি, তাই অবৈধভাবে ডাক্তারদের সাসপেন্ড প্রত্যাহার করতে হবে এবং যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে আরজি কর কাণ্ড নিয়ে ক্যাপিটাল চেয়ে হাইকোর্টে গেল রাজ্য সরকার সেই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী ড্রামা বাজি সরকার বলে আখ্যা দেন, পাশাপাশি তিনি বলেন অভয়ার বাড়িতে তিনি যাবেন এবং আইনিভাবে কাঁধে কাঁধ লাগিয়ে একসঙ্গে লড়াই করব।
স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবিতে এবং ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সচেতন নাগরিক সমাজের ডাকে মেদিনীপুরের প্রতিবাদ মিছিল,উপস্থিত বিরোধী দলনেতা।

Leave a Reply