দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে গত বছর থেকে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব ও নবীন বরণ। পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয় তাদেরকে বরণ করে নেয় দশম ও নবম শ্রেণীর দিদি -দাদারা। এবারেও অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন প্রাঙ্গনে তেমন ভাবেই বরণ করে নেওয়া হলো নতুন শিক্ষার্থীদের। আর তারপরেই শুরু হয়ে গেল পিঠে পুলি খাওয়া। বিভিন্ন শ্রেণীর আলাদা আলাদা করে স্টল ছিল। তাতে কোথাও ছিল তেল পিঠা কোথাও দূত পিঠা কোথাও পাটিসাপটা। তেল পিঠাই ছিল তিন রকমের। তারপরে ছিল মোয়া, ঘুগনি ,ফুচকা, চাওমিন, পেয়ারা মাখা আরো কত কি! শুরু থেকেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষয়ত্রীরা স্বাদ নিল শিক্ষার্থীদের বানানো পিঠেপুলির। কয়েকজন তো খেতে খেতেই বললেন পিঠাগুলো স্বাদ দারুণ। শিক্ষক শিক্ষক জিন্দাবাদ নিজেরা বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে ডেকে ডেকে খাওয়ালো ছাত্র-ছাত্রীদের। নিমেষের মধ্যে সব শেষও হয়ে গেল। ছাত্রছাত্রীরা লাভও করেছে বেশ পরিমাণে। নবম শ্রেণীর দেয়া দশম শ্রেণীর দিপা রা জানালো যা কিছু এনেছিলাম সব শেষ। গতবারের থেকে প্রায় দ্বিগুণ লাভ করেছি। আমরা খুব খুশি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ মন্ডল জানালেন ‘ নতুনদের বরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই গতবার থেকে পিঠে পুলি উৎসবেরও আয়োজন করছি আমরা। সবাই খুব আনন্দে অংশ নিচ্ছে। নতুন শিক্ষাবর্ষে শুরুর দিকেই ওদের মধ্যে উৎসাহ ভরে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। ‘
অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে পিঠে পুলি উৎসব ও নবীন বরণ।

Leave a Reply