দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা দেশের ‘ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তী উদযাপন করা হলো। বৃহস্পতিবার সকালে অবস্থিত এদিন নেতাজির ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। এদিন সারা দেশের পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৮ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা এদিন নেতাজির জন্ম জয়ন্তী পালন করেন। বালুরঘাটের বিবেকানন্দ পল্লীর আজাদ হিন্দ ক্লাব এদিন এদের জন্ম জয়ন্তী উপলক্ষে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সারা দেশের ‘ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তী উদযাপন করা হলো।

Leave a Reply