বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহারজোড়া পঞ্চায়েত এলাকায় মোট ৭ জন টিবি পেশেন্ট রয়েছে। তার মধ্যে টানা ছয় মাস ৬টি টিবি পেশেন্টের পুষ্টিকর খাবারের দায়িত্ব নিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় পারামানিক।
শনিবার সেই ৬টি পেশেন্টের হাতে আবারো পুষ্টিকর খাবার তুলে দিলেন অজয় পারামানিক।
অজয় পারামানিক শুধু টিবি রোগীদের পাশে দাঁড়িয়েছেন এমনটা নয় তিনি সব সময় সাধারণ, অসহায় মানুষের জন্য হাত বাড়িয়ে দেন। রক্তদান শিবির, বস্ত্রদান, ফুটবল টুর্নামেন্ট, দুস্থ মানুষের বিয়ে বাড়ির জন্য সহযোগিতা ও বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন তিনি। এমনটাই জানিয়েছেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য অনুরোধ বাউরী।
অজয় পারামানিকের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সাহারজোড়া সুস্বাস্থ্য কেন্দ্রের CHO সাথী মুখার্জি।
Leave a Reply