দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট শহরের মালোপাড়া এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপনের কাজের সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিআইসি অনোজ সরকার, ওয়ার্ড কাউন্সিলর নীতা নন্দীসহ অন্যান্য বিশিষ্টজনেরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আত্রেইশ্বর মন্দিরের সামনে এই প্রকল্পের সূচনা হয়। বিশুদ্ধ পানীয় জলের অভাব দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য সমস্যার কারণ হয়ে উঠেছিল। তাদের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এই প্রকল্প এলাকার মানুষের দৈনন্দিন জীবনে সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে।
মালোপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন।

Leave a Reply