নিজস্ব সংবাদদাতা, মালদা:–– দুই বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। মালদা থানা এলাকার ঘটনা। থানায় লিখিত অভিযোগ দায়ের। আটক এক নাবালক। গতকাল ঘটনাটি ঘটেছে বাড়ির সামনে শিশুটি খেলছিল। খাওয়ার জন্য তার মা খুঁজতে গিয়ে দেখে শিশুটি নেই। খোঁজাখুঁজির পর প্রতিবেশী এক নাবালক বাড়িতেই শিশুকে দিয়ে যায়। সেই সময় প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল শিশুর। এই কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে। কর্তব্যরত চিকিৎসকরা যৌন নির্যাতনের কথা বলেন। এরপরই ওই নাবালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply