পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের মাদপুর এলাকায় একটি বেসরকারি আবাসনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পেনসনার্স শাখার উদ্যোগে ব্লক সম্মেলনের আয়োজন করা হয় সোমবার, মূলত কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা সহ অভাব অভিযোগের বিষয় নিয়ে বক্তব্য রাখা হয় এই সম্মেলনে,পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী তৈরি করার বার্তা দেওয়া হয় বক্তব্যের মধ্য দিয়ে,এই দিন রাজ্য সরকারই কর্মচারী ফেডারেশনের পেনশন শাখার আবহাওয়াক মদনমোহন ভট্টাচার্য জানিয়েছেন অবসরপ্রাপ্ত সার্ভিস কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে এই সম্মেলনে, পাশাপাশি বাম আমলের উপর আঙুল তুলে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুনাম করলেন মদন ভট্টাচার্য।
রাজ্য সরকারই কর্মচারী ফেডারেশনের পেনসনার্স শাখার উদ্যোগে খড়গপুর দু’নম্বর ব্লক ব্লক কমিটির সম্মেলনের আয়োজন মাদপুরে।

Leave a Reply