বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই তৈরি হয় খেলার উপযুক্ত মাঠ। সেই নেপথ্যের নায়কদের সম্মান জানিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর আম্পিয়ার অ্যাসোসিয়েশনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সূচনা হল। সদ্য প্রয়াত বালুরঘাট টাউন ক্লাবের মাঠকর্মী বুধু ওরাও-এর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে খেলা শুরু হয়।
দক্ষিণ দিনাজপুর আম্পিয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপ্নদ্বীপ ভট্টাচার্য বলেন, “মাঠকর্মীরাই ভালো মাঠ তৈরি করেন, তাঁদের প্রচেষ্টাতেই আমরা ভালো খেলতে পারি। বুধু ওরাও তেমনি একজন দক্ষ মাঠকর্মী ছিলেন। তাঁর তৈরি মাঠে আমরা বহু ভালো ম্যাচ উপহার দিয়েছি দর্শকদের। তাই তাঁর স্মৃতিতে আমাদের ফাইনাল ম্যাচ শুরু করলাম।”
বালুরঘাট টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক হিমাদ্রি চৌধুরী বলেন, “আমাদের মাঠকর্মী বুধু ওরাও-এর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ দিনাজপুর আম্পিয়ার অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই।”
Leave a Reply