মালদা, নিজস্ব সংবাদদাতা:- গতকাল মালদার মোথাবাড়িতে ২ গোস্টির সংঘর্ষ, আজ জেলা বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে জেলা বিজেপি কার্যালয় থেকে রওনা হয়। কিন্তু ইংলিশ বাজারে সাদুল্লাপুর এলাকায় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এদিকে বাঁধা পুকুরে এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। তুলকালাম কান্ড এলাকায় জুড়ে উত্তাল এলাকায় বিশাল পুলিশ বাহিনী। এদিকে গতকালকের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর মোথাবাড়ি এলাকা জুড়ে ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না জেলা পুলিশের পক্ষ থেকে এমনি বার্তা তুলে ধরা হচ্ছে জেলা জুড়ে। এদিকে প্রায় ৩০ জনকে এই ঘটনাই গ্রেফতার করেছে পুলিশ বলে জেলা পুলিশ সূত্রে খবর।
ইংলিশ বাজারে সাদুল্লাপুর এলাকায় বিজেপির তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

Leave a Reply