দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট চৌরঙ্গী ক্লাব এলাকায় চোর সন্দেহ ঘটনার চাঞ্চল্য। ছেলেধরা সন্দেহে গণপ্রহার দিয়ে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। চাঞ্চলকর ঘটনাটি শুক্রবার রাতে বালুরঘাট শহরের চৌরঙ্গী মোর এলাকার ঘটনা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েক দিন যাবত এই ব্যক্তিকে এই এলাকার একাধিক বাড়িতে ঢুকতে দেখা যায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি ওই ব্যক্তির পকেট থেকে চকলেটও পাওয়া গেছে। শুক্রবার রাতে ওই ব্যক্তিকে আবার এলাকায় দেখে এলাকাবাসী তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতেই সংলগ্ন কথাবার্তা লক্ষ্য করা যায়। এরপরেই তাকে গণপ্রহার দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই বালুরঘাট থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
বালুরঘাট চৌরঙ্গী ক্লাব এলাকায় চোর সন্দেহ ঘটনার চাঞ্চল্য।

Leave a Reply