বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মদ বিক্রি বন্ধের দাবিতে এবার পূর্ব চকভিকন গ্রামের প্রমিলা বাহিনী বালুরঘাট থানার দ্বারস্থ হলো। শুক্রবার দুপুরে বালুরঘাট থানার দ্বারস্থ হন বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকভিকন এলাকার মহিলারা। এলাকার চারটি বাড়িতে মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। এদিকে এলাকায় অবৈধ মদের দোকান থাকার কারণে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ। এমনকি প্রায় বাড়িতে মদ খাওয়া নিয়ে বচসা হচ্ছে। অভিযোগ জানাতে বালুরঘাট থানার পাশাপাশি আবগারি দপ্তরেরও দ্বারস্থ হয়েছেন গ্রামের মহিলারা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশ প্রশাসনের।
মদ বিক্রি বন্ধের দাবিতে এবার পূর্ব চকভিকন গ্রামের প্রমিলা বাহিনী বালুরঘাট থানার দ্বারস্থ হলো।

Leave a Reply