মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শুক্রবার পুরাতন মালদহের, যাত্রা ডাঙ্গা অঞ্চলের সব থেকে বড় ফরেস্ট তথা যাত্রা ডাঙ্গা ফরেস্টে প্রায় ৯০০ একরের একটি ফরেস্টে হঠাৎ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।এর ফলে আশপাশের এলাকার গ্রামে আতঙ্কিত ছরিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের এবং বনদপ্তর বিভাগের কর্মীরা,পাশাপাশি যাত্রা ডাঙ্গা অঞ্চলের পঞ্চায়েত সদস্য সহ অত্র এলাকার গ্রামবাসীরা। আগুন নেভানোর কাজে নেমে পড়ে সকলেই ।খবর লেখা পর্যন্ত বিশাল বড় ফরেস্ট থাকায় দুপুর আনুমানিক দুটো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, স্থানীয় লোকজন সহ দমকল বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু যোগাযোগ খারাপ থাকার কারণে ঘটনাস্থলে দমকল বিভাগের কোন ইঞ্জিন প্রবেশ করতে পারেনি এর ফলে আগুন নেভাতে ব্যাঘাত ঘটে । অবশেষে ফরেস্টের পাশে একটি জলের নালা থাকায় সেখান থেকে পাম্প মেশিন চালিয়ে জল সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা চলে। যাত্রা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্বামী রঞ্জন লোহার জানান, আমরা সকাল থেকে আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছি এলাকার লোকজন সহ দমকল কর্মীরা ,অবিরাম চেষ্টা চালিযাছে আগুন নেভানোর কাজ।তবে ফরেস্ট যথেষ্ট বড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ৬০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে রয়েছে। মালদা থানার পুলিশ এলাকা কাউকে ফরেস্টে প্রবেশ করতে দিচ্ছে না কারণ দাবানলের মতন গোটা ফরেস্টে আগুন ছড়িয়ে পড়ছে। দমকল বিভাগের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে কারণ যোগাযোগ খারাপের জন্য দমকলের ইঞ্জিন ঢোকার সম্ভব হয়নি আমরা পাশের একটি নালা থেকে জল সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে আগুন কিভাবে লাগল সেটি এখনই বলা সম্ভব নয়।
শুক্রবার পুরাতন মালদহের, যাত্রা ডাঙ্গা অঞ্চলের সব থেকে বড় ফরেস্ট তথা যাত্রা ডাঙ্গা ফরেস্টে প্রায় ৯০০ একরের একটি ফরেস্টে হঠাৎ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

Leave a Reply