নিজস্ব সংবাদদাতা, মালদা—-গাজোল থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে ঈদ ও রামনবমী নিয়ে বৈঠক। মালদার গাজোল থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে,গাজোল ব্লকে রাম নবমী ও ঈদ নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে ।গাজোল ব্লকের রামনবমী ও ঈদ কমিটির সকল সদস্যবৃন্দদের নিয়ে এদিন সকল ধর্মের মানুষদের নিয়ে।প্রশাসনের তরফে জানানো হয়।শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকল রামনবমী কমিটি ও ঈদ কমিটিকে বলা হয়। সরকারি যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে সকল কমিটিকে উৎসব পালন করার বার্তা দেওয়া হয়।এছাড়াও প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ঈদের দিন বা রামনবমীর দিন অনেক যুবক বাইক নিয়ে বেপরোয়া ভাবে বাইক চালান সে বিষয় নিয়ে সচেতন করা হয়।এই উৎসবের দিনে বাইক নিয়ন্ত্রণে রেখে বাইক চালাতে হবে। যাতে একের আনন্দ অপরের দুঃখজনক না ঘটে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি, মোজাম্মেল হোসেন,গাজোল থানার আইসি আশিস কুন্ডু,জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, মালদা গাজোল হাইওয়ে ট্রাফিক এ এস আই হৃদয় ঘোষ সহ পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষ এবং ঈদ ও রামনবমী কমিটির সকল সদস্যবৃন্দরা।
গাজোল থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে ঈদ ও রামনবমী নিয়ে বৈঠক।

Leave a Reply