নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রামে এবার নাটকের উৎসব। শহরেই নাটকের দর্শক বেশি—এই প্রচলিত ধারণাকে বদলে দিতে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নাট্য উৎসব। পতিরাম নাগরিক ও যুব সমাজ, পতিরাম দিশারী নাট্য সংস্থা এবং পতিরাম ঐক্যতান নাট্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেবে চারটি নাট্যদল।
সংগঠকদের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামাণিক জানিয়েছেন, এক সময় এই অঞ্চলে যাত্রাপালার রমরমা ছিল, তবে সময়ের সাথে সাথে তা ম্রিয়মান হয়ে যায়। কিন্তু গত কয়েক দশকে পতিরামের নাট্যদলগুলি আবার নিজেদের উদ্যোগে নাট্যচর্চায় মন দিয়েছে। সেই প্রচেষ্টাকেই আরও শক্তিশালী করতেই এই উৎসবের আয়োজন।
এই নাট্য উৎসবের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতির প্রতি মানুষের টান আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আয়োজকরা। নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক উপস্থাপন করাই তাঁদের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগ নাটকের প্রতি গ্রামের মানুষের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আগামী দিনে এই অঞ্চল আবার নাট্যচর্চার কেন্দ্র হয়ে উঠবে।
Leave a Reply