উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- দুর্ঘটনায় মাঝ রাস্তায় উল্টে গেল মদবোঝাই লরি। চালক ও খালাসিকে উদ্ধারের বালাই নেই। সবাই তখন ব্যস্ত মদের বোতল কুড়াতে। বাইকে করে মদের পেটি নিয়েও অনেকে ছুটছেন বাড়ির দিকে। শুক্রবার দুপুরে চঞ্চলাকার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কামদেবকাঠি এলাকায়।
দুর্ঘটনায় মাঝ রাস্তায় উল্টে গেল মদবোঝাই লরি।

Leave a Reply