দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা শাসকের কাছে হুমকির মেল। বোমা দিয়ে জেলা প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে এলো জেলার বোম স্কোয়ার্ডের পুলিশ কর্মীরা। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যদিও তল্লাশিতে অপ্রীতিকর কোন কিছুই উদ্ধার হয়নি। এদিকে এনিয়ে জেলা পুলিশ জেলা শাসকের দপ্তর থেকে অভিযোগ পেয়েছে। মামলা রুজু করে পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশ প্রশাসন।
বালুরঘাটে জেলা শাসকের কাছে হুমকির মেল।

Leave a Reply