নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভারত সরকারের আইন মোতাবেগ নূন্যতম মজুরি, বাগানের পক্ষ থেকে নিয়মিত রেশন দেওয়া সহ আরো বেশ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সকালে ফালাকাটার দলগাঁও চা বাগানে ১ ঘণ্টার গেট মিটিং করলো বিজেপি এবং বিটিডাব্লিউইউ। এদিনের ওই গেট মিটিং -এ উপস্থিত ছিলেন, ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন ছিলেন বিজেপি নেতা রাজকুমার রায়, শ্রমিক নেতা ভগবান দাস মিঞ্জ, জেরম লাকড়া প্রমুখ। জানা গিয়েছে, আগামী ৪ এপ্রিলও এই গেট মিটিং করা হবে। এবিষয়ে বিধায়ক দীপক বর্মন জানান, চা শ্রমিকদের স্বার্থেই আন্দোলন করছি আমরা। শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে এই গেট মিটিং করা হয়।
বেশ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সকালে ফালাকাটার দলগাঁও চা বাগানে ১ ঘণ্টার গেট মিটিং করলো বিজেপি এবং বিটিডাব্লিউইউ।

Leave a Reply