পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট ২৬ হাজারের প্যানেল বাতিল করল বৃহস্পতিবার, ইতিমধ্যেই যোগ্য চাকরিহারা প্রার্থীদের স্বার্থে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ অধিকার মিছিল শুরু হয়েছে, এই দিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে রাজ্য সরকারের অপদার্থতায় ২৬ হাজার চাকরিপ্রার্থীদের চাকরি যাওয়ার অভিযোগ তুলে অযোগ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে ধিক্কার মিছিল করলো বাম সংগঠনের ছাত্র যুব সংগঠন (DYFI), এই দিন খড়গপুর শহরের গোল বাজারে এই মিছিল বেরিয়ে গোটা এলাকা পরিক্রমা করে, এই দিন এই মিছিলে কয়েকশো ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা পা মিলিয়েছেন।
রাজ্য সরকারের অপদার্থতায় ২৬ হাজার চাকরি প্রার্থীর চাকরি যাওয়া নিয়ে খড়গপুর শহরের ধিক্কার মিছিল DYFI ছাত্র যুব সংগঠনের ।

Leave a Reply