উত্তর দিনাজপুর-ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে কাঠ মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে প্রায় ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়।
জানা গেছে বাপন রক্ষিক নামে এক ব্যক্তির কাঠ মিলে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর জানা জানি হতেই এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর দমকল বাহিনী।প্রায় ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মিল মালিকের। তবে কি কিভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি।
গভীর রাতে কাঠ মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে প্রায় ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী।

Leave a Reply