নিজস্ব সংবাদদাতা, তপন: – মাটি বোঝাই ট্র্যাক্টর আটকাতে গিয়ে বাধার মুখে পড়লেন সরকারি আধিকারিকরা। এই ঘটনার জেরে বাড়ি থেকে বের করে এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে।
জানা গেছে আহত ব্যক্তির নাম সন্দীপ চক্রবর্তী (৩৫) ঘটনাটি ঘটেছে তপন থানার বাসুরিয়া এলাকায়।
জানা গেছে,অবৈধ ভাবে বালি ও মাটি কাটার বিরুদ্ধে বৃহস্পতিবার ভোরে জেলা প্রশাসনের আধিকারিকরা তপনের বাসুরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালাতে আধিকারিকদের জালে মাটি বোঝাই একটি ট্র্যাক্টর ধরা পড়ে। আধিকারিকরা ট্র্যাক্টর আটকাতে একদল মাটি মাফিয়া প্রশাসনিক কর্তাদের কাজে বাধা দেয় বলে অভিযোগ। আধিকারিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ট্র্যাক্টর। এরপরে খালি হাতে ফিরতে হয় আধিকারিকদের। ঘটনাস্থল থেকে আধিকারিকরা চলে যেতেই মাটি মাফিয়ারা বাসুরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ চক্রবর্তীর বাড়িতে চড়াও হয়। মাটি পাচারকারীদের সন্দেহ সন্দীপ বাবু আধিকারিকদের খবর দিয়েছে। অভিযোগ এরপরে মাটি মাফিয়ারা সন্দীপ বাবুকে মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয়। তড়িতড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পরে এলাকায় ছুটে আসে তপন থানার পুলিশ। ঘটনার পরেই জেলা প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি আহত সন্দীপ চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে তপন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply