কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়ার টিকটিকি বাজার সংলগ্ন এলাকায় কয়েক বছর ধরে পালিত হচ্ছে রামনবমীর পুজো কিন্তু এ বছর হঠাৎ প্রশাসনের তরফ থেকে সেই পুজোতে বাঁধার সৃষ্টি করছে প্রশাসন তাদের জানানো হয়েছে পৌরসভার থেকে পারমিশন করাতে হবে
তারা জানায় আমরা পৌরসভায় গিয়ে কাগজ জমা দিয়েছি কিন্তু আমাদের পৌরসভা ঘুরিয়ে যাচ্ছে পারমিশন দিচ্ছে না তারা। আগামীকালই রামনবমী তার আগেই চিন্তিত পুজোর কর্তৃপক্ষ। তারা এও জানায় পারমিশন না দিলে ও প্রশাসনের বাধা পেয়েও পুজো করবো
রামনবমীর পুজোতে বাধার সৃষ্টি করছে প্রশাসন।

Leave a Reply