আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভগবানগোলা থানার পুলিশ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভগবানগোলা থানার পুলিশ। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর বাবুপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করল সন্তু সেখ নামে এক ব্যক্তিকে। তার বাড়ি ভগবানগোলা থানার অন্তর্গত চর বাবুপুর এলাকায়।

গ্রেফতার হওয়া সন্তুর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কেজি হেরোইন ও ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। মাদকগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

বুধবার রাত একটাই গোপন সূত্রে খবর পেয়ে চর বাবুপুর পূর্বপাড়ায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভগবানগোলা এসডিপিও ডঃ উত্তম গড়াই, সার্কেল ইন্সপেক্টর মানস দাস এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার সহ পুলিশের একটি বিশেষ দল।

ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে বহরমপুর এনডিপিএস কোর্টে পেশ করা হবে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে বৃহৎ একটি আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদক চক্র জড়িত থাকতে পারে।

এই সফল অভিযানে ভগবানগোলা থানার পুলিশের ভূমিকা এলাকার মানুষজনের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *