তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর এবং কো-মেন্টর পদে নিয়োগ নিয়ে বিতর্ক তৃণমূলের অন্দরে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর এবং কো-মেন্টর পদে নিয়োগ নিয়ে বিতর্ক তৃণমূলের অন্দরে।
জেলা পরিষদের মেন্টর পদে শঙ্কর সরকার এবং কো-মেন্টর পদে শিপ্রা নিয়োগী পাল এর নাম সম্বলিত চিঠি রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের কাছে আসতেই, তৃণমূলের অন্দরেই বিক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায়, যারা একসময় বিজেপিতে গিয়েছিল তাদেরকেই দল পদ দিচ্ছে। এই নিয়ে বিতর্ক জেলা তৃণমূলের অন্দরে।

সোশ্যাল মিডিয়ায় পোষ্টের পাশাপাশি এদিন মৃণাল সরকার সাংবাদিকদের বলেন, মেন্টর, কো-মেন্টর পদ দল ঠিক করেছে। কিন্তু যারা দল ছেড়ে বিজেপিতে গিয়ে তৃণমূলের অপপ্রচার করে আবার ফিরে এসেছে তারা পদ পাওয়ায়, তৃণমূলের সাধারণ কর্মীদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। এই বিষয়টিও দলের দেখা উচিত।

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান, জেলার প্রাক্তন সভাপতি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দুঃখজনক। জেলা পরিষদের মেন্টর কো-মেন্টর পদ রাজ্য থেকে ঠিক করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো। তার অভিযোগ থাকলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে রাজ্য নেতৃত্বকে চিঠি লিখে জানাতে পারতেন।

তৃণমূলের অন্দরে এই কোন্দলের কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তারা মানুষের আস্থা রাখতে পারেনি। তৃণমূলের দুর্নীতি নিয়ে যেভাবে ভাগাভাগির লড়াই রাস্তায় নিয়ে এসেছে, তাতে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। এরা রাজ্যের মানুষের স্বার্থে নয়, নিজেদের সুবিধার্থে রাজনীতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *