কবি প্রাবন্ধিক গোবিন্দ সরকারের গ্রন্থ প্রকাশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হলো।

রাজীব দত্ত,দক্ষিণ ২৪ পরগনাঃ- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত “দক্ষিণ বঙ্গ পাঁচপাড়া পল্লী উন্নয়ন সমিতির ” আয়োজনে হোটর রেল ময়দানে গত ৮ই মার্চ ২০২৫ অনুষ্ঠিত হলো – গ্রন্থ প্রকাশ,গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি প্রাবন্ধিক সমাজসেবী গোবিন্দ সরকারের দীর্ঘ গবেষণালব্ধ গ্রন্থ প্রায় চার হাজার বছরের সুপ্রাচীন পূর্ব ভারতের গঙ্গারিডি সভ্যতা, প্রাচীন সুন্দরবন সভ্যতা,দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকসংস্কৃতি, লৌকিক দেবদেবী, ভয়ংকর সৌন্দর্যের ভূমি সুন্দরবনের অনবদ্য ইতিহাস সমৃদ্ধ -” সুন্দরবনের সাহিত্য ও হোটর পাঁচপাড়া -রত্নার আঞ্চলিক ইতিহাস ” গ্রন্থটি প্রকাশিত হয়।


এই বিশেষ অনুষ্ঠানে সাহিত্য, ইতিহাস সৃজন ও সমাজ ভাবনার অম্লান স্বীকৃতি স্বরূপ এবছর
“বিশ্বজ্যোতি বিশেষ সম্মাননা -২০২৫” প্ৰদান করা হয় কলকাতা সিটি কলেজের উপাধ্যক্ষ,বিশিষ্ট লেখক,সম্পাদক.ইতিহাস ও সাহিত্য গৱেষক ড. মহীতোষ গায়েন ও বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক মনোরঞ্জন হালদার মহাশয়দের । উপস্থিত ছিলেন -পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি প্রতিনিধি তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপিকা -ডঃ সৌমি দাশ মহাশয়া। অন্যান্য গুণীজনের মধ্যে উপস্থিত ছিলেন কবি অভিজিৎ বেরা, জ্যোতির্ময় সরদার, ডঃ রামপদ মন্ডল, গৌতম মন্ডল, কুমারেশ নস্কর, গোপাল চন্দ্র সরদার, গবেষক দেবাংশু পুরকাইত, প্রণব কুমার মন্ডল, অমূল্য কুমার সরদার, হরিচরণ নস্কর, হাফিজুর শেখ, সুচেতনা সাহিত্যিক পত্রিকার সম্পাদ গৌতম মন্ডল, বর্ণাশ্রম প্রকাশনীর কর্ণধার শুভজিৎ মুখোপাধ্যায় সহ শতাধিক কবি সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন -গোবিন্দ সরকার ও মুনমুন চক্রবর্তী হাজরা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরেণ্য ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষক ইতিহাস গৱেষক ধূর্জটি নস্কর মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *