সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্কের প্রশংসনীয় সাফল্য।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- সাইবার প্রতারণার জালে পড়ে অর্থ হারানো তিন জন উপভোক্তার মুখে এখন স্বস্তির হাসি। সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্কের তৎপরতার ফলে মোট ৭০,১৫৮ টাকা উদ্ধার সম্ভব হয়েছে, যা প্রতারিত ব্যক্তিদের কাছে ফিরে এসেছে।

সূত্রের খবর, সম্প্রতি সিঙ্গুর থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলের তিন জন বাসিন্দা বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার শিকার হন। প্রতারকেরা কখনও কেওয়াইসি আপডেটের নামে, কখনও আবার ফেক লিঙ্ক বা অ্যাপের মাধ্যমে প্রতারণা চালিয়ে ওই তিন জনের কাছ থেকে মোট ৭০,১৫৮ টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগীরা সিঙ্গুর থানায় অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে থানার সাইবার হেল্প ডেস্ক উদ্যোগী হয়ে ওঠে। দ্রুততার সঙ্গে প্রতিটি ঘটনার তদন্ত শুরু করা হয় এবং ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থের বেশিরভাগটাই উদ্ধার করে উপভোক্তাদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিঙ্গুর থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। থানার এক আধিকারিক জানান, ‘‘সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে ১৯৩০ নম্বরে কল করে বা কাছাকাছি থানায় গিয়ে অভিযোগ জানানো উচিত। দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে অর্থ উদ্ধারের সম্ভাবনা অনেক বেশি থাকে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *