উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘৃনিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উগরে পড়ে একাধিক গাছ, ভেঙে পড়েছে বিদ্যুৎতের খুটি, এতে প্রায় লন্ডভন্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম। জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড়বৃষ্টি হয়। চলে ঝড়ের তান্ডব। এতে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের আসরামগছ, জগথরা, লাল বাজার, চাকলাগছ, গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের খবর পেয়ে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোসিরুদ্দিন সহ একাধিক কংগ্রেসের নেতৃত্রা ক্ষতিগ্রস্ত গ্রাম গুলি পরিদর্শন করে দেখছেন। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ব্লক সভাপতির ।
বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘৃনিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম।

Leave a Reply